জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ৪৭ তম মৃত্যু বার্ষিকী স্মরনে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

received_830639331846659.jpeg

স্টাফ রিপোর্টার:

কবি নজরুল সাহিত্য মন্ঞ্চ(কনসাম) এর উদ্যোগে যাত্রাবাড়ী সাংবাদিক ক্লাবে ৩০ আগষ্ট ২০২৩ইং তারিখে সন্ধ্যায় ৭.৩০মিনিটে জাতীয় কবি নজরুল ইসলাম এর ৪৭ তম মৃত্যু বার্ষিকী স্মরনে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব তুহিনুর রহমান নুরহাজী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক।
প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন মোহাম্মদ আশরাফুল ইসলাম,প্রাবন্ধিক,গবেষক, ইতিহাসবিধ। উপস্থাপক
উদ্বোধক মো: শফিকুল ইসলাম সাদ্দাম, সভাপতি-যাত্রাবাড়ী সাংবাদিক ক্লাব।
বিশেষ অতিথি ছিলেন বাপ্পী রহমান,প্রেসিডিয়ান সদস্য, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আশাফো)।
কবি হুমায়ুন কবির, নির্বাহী চেয়ারম্যান, কবি নজরুল সাহিত্য মন্ঞ্চ( কনসাম)।
সভাপতিত্ব করেন এড.মহিউদ্দিন আহমেদ (শাহীন),প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, কবি নজরুল সাহিত্য মন্ঞ্চ (কনসাম)
অনুষ্ঠান পরিচালনায়, সাংবাদিক অমর রঞ্জন মজুমদার,প্রচার সম্পাদক – কবি সাহিত্য মন্ঞ্চ (কনসাম) আরোও উপস্থিত ছিলেন সাংবাদিক মুন্সী আল ইমরান, সাইফুল ইসলাম পারভেজ, রিয়াদুল ইসলাম, একেএম মোছলেহ উদ্দিন, মানবাধিকার কর্মী জসীমউদ্দিন, ইউসুফ, সহ এলাকার গন্যমান ব্যক্তিবর্গ।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top