স্টাফ রিপোর্টার:
কবি নজরুল সাহিত্য মন্ঞ্চ(কনসাম) এর উদ্যোগে যাত্রাবাড়ী সাংবাদিক ক্লাবে ৩০ আগষ্ট ২০২৩ইং তারিখে সন্ধ্যায় ৭.৩০মিনিটে জাতীয় কবি নজরুল ইসলাম এর ৪৭ তম মৃত্যু বার্ষিকী স্মরনে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলহাজ্ব তুহিনুর রহমান নুরহাজী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক।
প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন মোহাম্মদ আশরাফুল ইসলাম,প্রাবন্ধিক,গবেষক, ইতিহাসবিধ। উপস্থাপক
উদ্বোধক মো: শফিকুল ইসলাম সাদ্দাম, সভাপতি-যাত্রাবাড়ী সাংবাদিক ক্লাব।
বিশেষ অতিথি ছিলেন বাপ্পী রহমান,প্রেসিডিয়ান সদস্য, বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম (আশাফো)।
কবি হুমায়ুন কবির, নির্বাহী চেয়ারম্যান, কবি নজরুল সাহিত্য মন্ঞ্চ( কনসাম)।
সভাপতিত্ব করেন এড.মহিউদ্দিন আহমেদ (শাহীন),প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, কবি নজরুল সাহিত্য মন্ঞ্চ (কনসাম)
অনুষ্ঠান পরিচালনায়, সাংবাদিক অমর রঞ্জন মজুমদার,প্রচার সম্পাদক – কবি সাহিত্য মন্ঞ্চ (কনসাম) আরোও উপস্থিত ছিলেন সাংবাদিক মুন্সী আল ইমরান, সাইফুল ইসলাম পারভেজ, রিয়াদুল ইসলাম, একেএম মোছলেহ উদ্দিন, মানবাধিকার কর্মী জসীমউদ্দিন, ইউসুফ, সহ এলাকার গন্যমান ব্যক্তিবর্গ।