যাত্রাবাড়ীতে চালক-পথচারীদের খাবার পা‌নি ও স্যালাইন বিতরন করেছে ওয়ারী ট্রাফিক পুলিশ।

received_2099616493753930.jpeg

যাত্রাবাড়ি প্রতিনিধি:-

দেশজুড়ে বয়ে যাচ্ছে তীব্র দাবদাহ। অতিষ্ঠ হয়ে পড়েছে সাধারণ মানুষের জনজীবন। তীব্র তাপপ্রবাহে প্রতিদিনই মারা যাচ্ছে মানুষ। এ পরিস্থিতিতে রাজধানীর যাত্রাবাড়ীতে রিকশাচালক, পথচারী ও বাসযাত্রীদের মধ্যে খাবার পানি ও স্যালাইন বিতরণ করছে ওয়ারী ট্রাফিক পুলিশ।

বুধবার দুপুরে যাত্রাবাড়ী ট্রাফিক বক্সের সামনে ডিএমপির পৃষ্ঠপোষকতায় ট্রাফিক ওয়ারী বিভাগের আয়োজনে পানি এবং স্যালাইন বিতরণ করা হয়।
এ বিতরন অনুষ্ঠান উদ্বোধন করেন ডিএমপি পুলিশ কমিশনার হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) মুনিবুর রহমান,
ট্রাফিক ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফ ইমাম,ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ ইকবাল হোসাইন বিপিএম।
পরে তিনি যাত্রাবাড়ী এলাকায় ট্রাফিক ব্যাবস্থা ঘুরে দেখেন।
এসময় কমিশনার সাংবাদিকদের বলেন, যাত্রাবাড়ী ১০ টি রাস্তার মোড় নিয়ে অবস্থিত। এখান দিয়ে ৪০ জেলার গাড়ী যাতায়াত করে। একারনে রাস্তায় প্রচন্ড চাপ থাকে কোনভাবে যেন রাস্তা ও ফুটপাত দখল করে বাজার না বসতে পারে সেই নির্দেশনা দেন তিনি।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top