পাকুন্দিয়া পুলেরঘাট আহমেদ বিদ্যানিকেতন ১২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

received_1480200066261575.jpeg

মোঃসুমন মিয়া,প্রতিনিধি কিশোরগঞ্জ:-

কিশোরগঞ্জ পাকুন্দিয়া পুলেরঘাট ঐতিহ্যবাহী আহমেদ বিদ্যানিকেতন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ই মার্চ ) সকালে স্কুল
প্রাঙ্গণ মাঠে এই ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয়েছে । সভাপতিত্ব করেন জনাব আলহাজ্ব মোকাররম হোসেন প্রতিষ্ঠাতা হাজী লুৎফুর রহমান সুপার মার্কেট। সহ-সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃআজহারুল ইসলাম সভাপতি আহমেদ বিদ্যানিকেতন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃমনজুরুল হক হীরা, সাবেক চেয়ারম্যান, ৭ নং নারান্দী ইউ,পি,। জনাব আতাউর রহমান সোহাগ, প্রদর্শক(রসায়ন)হাজী জাফর আলী ডিগ্রী কলেজ। জনাব ছহুল আহমেদ সোবহানী (রায়হান)বিশিষ্ট টিন ব্যবসায়ী পুলেরঘাট বাজার । জনাব মোঃসুমন মিয়া (সাংবাদিক) জেলা প্রতিনিধি দৈনিক দিন প্রতিদিন। জনাব মোঃশামিম আহমেদ বিশিষ্ট ব্যবসায়ী পুলেরঘাট। জনাব বোরহান উদ্দিন সহকারী শিক্ষক কায়েস্তপল্লী জগৎ তারা উচ্চ বিদ্যালয়। জনাব মোঃহীরা মিয়া সহকারী শিক্ষক সওতুল হেরা মাদ্রাসা চিলাকাড়া। জনাব মোঃ গাজী আকন্দ বিশিষ্ট ব্যবসায়ী পুলেরঘাট বাজার। জনাব মোঃ নুরুল আমিন নুরুল্লা পুলেরঘাট বাজার বণিক সমিতির তত্ত্বপ্রযুক্তি বিষয়ক সম্পাদক। জনাব মোঃ এনামুল হক (বিপুল) মা মেডিকেল হল পুলেরঘাট বাজার, জনাব মোঃ আমিন মিয়া প্রতিষ্ঠাতা আমিন সুপার মার্কেট। সার্বিক সহযোগিতা ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক জনাব ফারুক আহমেদ পরিচালক আহমেদ বিদ্যানিকেতন। খেলাটি পরিচালনা করেন জনাব মোঃহীরন মাস্টার অত্র প্রতিষ্ঠান। উপস্থাপনায় ছিলেন জনাব মোঃ ইমরান হোসেন সহকারী শিক্ষক আহমেদ বিদ্যানিকেতন। এছাড়া উপস্থিত ছিলেন গন্যমান্য ব্যাক্তিবর্গ, শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ এবং ডিসপ্লেতে উপভোগ করেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা, শিক্ষক, আমন্ত্রিত অভিভাবক, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিসহ বিপুলসংখ্যক দর্শক।

অনুষ্ঠানে ছাত্রীদের দৌড়, ব্যাঙের দৌড়, দীর্ঘ লাফ, বস্তা দৌড়, বর্ষা নিক্ষেপ, স্মৃতি পরীক্ষাসহ অনেকগুলো প্রতিযোগিতা, খেলাধুলা ও অনান্য বিষয়ে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। ‘যেমন খুশি তেমন সাজো।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের পুরস্কৃত করা হয়। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ।

এ সময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। শিক্ষার্থীরা বলেন, অন্যান্য বছরের ন্যায় এবারের ক্রীড়া প্রতিযোগিতা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত হয়েছে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top