মতিউর রহমান তালুকদার, পটুয়াখালী জেলা দক্ষিণ প্রতিনিধি:
পুলিশ সুপারের কাছে পটুয়াখালী জেলা প্রেসক্লাবের কার্যকরি কমিটির তালিকা হস্তান্তর ও শুভেচ্ছা বিনিময়।
প্রেসক্লাবের সভাপতি সৈয়দ এনায়েতুর রহমান, সহ-সভাপতি কাজী মামুন, সাধারণ সম্পাদক এম.নাজিম উদ্দিন, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ রাসেল সিকদার নিরব, সাংগঠনিক সম্পাদক এইচ.এম.মোশারেফ হোসেন সুজন, অর্থ বিষয়ক সম্পাদক মনজুর মোর্শেদ তুহিন, তথ্য বিষয়ক সম্পাদক মোঃ মোস্তফা কামাল, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ ফিরোজ আলম, মহিলা বিষয়ক সম্পাদক মাহিনুর বেগম, সমাজ কল্যান সম্পাদক হাফিজুল ইসলাম শান্ত, কে.এম জিয়াউর রহমান, নির্বাহী সদস্য মোঃ জসিম উদ্দিন, মোশাররফ হোসেন, শাহনাজ পারভীন ছবি, মোঃ মহিউদ্দিন, সদস্য মোঃ আবু সাইদ, লিয়া মনি এসময় উপস্থিত ছিলেন। এসময় জেলা প্রশাসক মোঃ নুর কুতুবুল আলম বলেন, স্মর্ট বাংলা বিনির্মাণে গণমাধ্যম কর্মীরা বাংলাদেশ সরকারের সহযোগী হিসেবে কাজ করে। সরকারি নীতি বাস্তবায়নে গণমাধ্যমকর্মীরা সরকারি দপ্তরের সাথে সমান তালে কাজ করে আসছে। এছাড়াও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জেলার উন্নয়নে কাজ করা হবে বলেও তিনি জানান। এর আগের দুপুর ১২ টায় পটুয়াখালী জেলা পুলিশ সুপার বিপিএম মো সাইদুল ইসলামের সাথে তার কার্যালয়ে শুভেচ্ছা বিনিময়ে ও সৌজন্য সাক্ষাৎ করেন,পটুয়াখালী জেলা প্রেসক্লাব কার্যকরি কমিটি সদস্যবৃন্দ।