শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে ডেমরা বিভিন্ন মন্দির হইতে গাড়ি যোগে ঢাকেশ্বরী মন্দির এর উদ্দেশ্যে রওনা।

received_719841110159154.jpeg

মাসুদ জহির তানভীর:-
মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদ এর থানা পূজা কমিটির সেক্রেটারী জনাব তপন কুমার বাবু এর উদ্যোগে
অদ্য০৬/০৯/২৩ খ্রিষ্টাব্দ দুপুর ১৪.৪০ ঘটিকায় শ্রী শ্রী কালী মাতা মন্দির পূজা কমিটি পূর্ব বক্সনগর।
কালী মন্দির সংরক্ষণ পূজা কমিটি দেল্লা পূর্ব পাড়া বুড়ি সেবাশ্রম দেল্লা পশ্চিমপাড়া।
ডগার সার্বজনীন পূজা উদযাপন পরিষদ ডগাইর।
ধার্মিক পাড়া সার্বজনীন পূজা উদযাপন কমিটি। হইতে মোট ১৩টি ট্রাক কোনাপাড়া হইতে ঢাকেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে রওনা করলেন।
ট্রাকগুলো বিভিন্ন মন্দির হইতে লোকজন নিয়ে কোনাপাড়া হইতে ঢাকেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে রওনা করেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top