হবিগঞ্জ মাধবপুরে ১০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক।

received_436137589312103.jpeg

স্টাফ রিপোর্টার,ইমদাদুল ইসলাম:-
হবিগঞ্জ জেলার সুযোগ্য মান্যবর পুলিশ সুপার জনাব আক্তার হোসেন বিপিএম-সেবাদয়ের নির্দেশনায় মাধবপুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মাধবপুর থানাধীন ০৩নং বহরা ইউপিস্থ মেরাশানি সাকিনের শাহ জালাল সরকারী কলেজ ছাত্রাবাসের সামনের পাকা রাস্তার উপর হতে ২৮/০৪/২৪ইং তারিখ রাত ২০.৪০ ঘটিকার সময় ১। মোঃ আরমান ওরফে পারভেজ (২২), পিতা- মোঃ ইউসুফ মিয়া, সাং- সুতিয়ারা বুধল ইউপি, থানা- ব্রাহ্মনবাড়িয়া সদর, জেলা- ব্রাহ্মনবাড়িয়া, ২। মোঃ সেলিম মিয়া (৩৭), পিতা- মৃত আব্দুল খালেক, সাং- মোহনপুর, ০১নং ধর্মঘর ইউপি, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জদ্বয়কে আটক করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামীর হেফাজত হতে ১। মোঃ আরমান ওরফে পারভেজ (২২) এর দেহ তল্লাশী করা কালে তার পরিহিত প্যান্টের ডান পকেটে থাকা চারটি কালো রংয়ের বায়ূরোধক পলিজিপার প্যাকেট। প্রতিটি প্যাকেটে ২০০ পিস করিয়া (২০০x৪)=৮০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২। মোঃ সেলিম মিয়া (৩৭) এর দেহ তল্লাশী করা কালে তাহার পরিহিত প্যান্টের ডান পকেটে থাকা একটি কালো রংয়ের বায়ূরোধক পলিজিপার প্যাকেটে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ সর্ব মোট (৮০০+২০০)=১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট যাহা প্রতিটি ট্যাবলেট এর ওজন ০.১ গ্রাম করিয়া মোট ওজন (১০০০x০.১)=১০০ গ্রাম। প্রতিটি ট্যাবলেটের মূল্য ৩০০/-টাকা করিয়া মোট মূল্য (১০০০x৩০০)=৩,০০,০০০/-(তিন লক্ষ) টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top