মুন্সীগঞ্জ প্রতিনিধি: মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভামহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা। মুন্সিগঞ্জের সিরাজদিখানে লতব্দী ইউনিয়ন পরিষদে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ২০২২ উপলক্ষ্যে মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও বীরত্বগাথা, মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান সম্পর্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৩ মার্চ দুপুর সাড়ে ১২ টায় লতব্দী ইউনিয়ন পরিষদের আয়োজনে লতব্দী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গন লতব্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফেজ মোঃ ফজলুল হক এর সভাপতিত্বে এই সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ-সময় উপস্থিত ছিলেন পরিষদের সকল নারী-পুরুষ সদস্য ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।