শাওন গাজী, রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার উপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে ঘর-বাড়ি,গাছপালা, ও বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে এতে দুই লাখ বিদ্যুত গ্রাহক বিপাকে পড়েছেন ।এদিকে, বিূদ্যুত না থাকায় মোমবাতির উপর একমাত্র ভরসা। হাটাবো বাজারের ব্যবসায়ী হারুন জানান মোমবাতি স্টকের চাইতে বেশি চাহিদা থাকায় সংকট দেখা দিয়েছে।
গতকাল সরেজমিনে দেখা যায় উপজেলায় অনেক জায়গায় গাছ পড়ে বসতঘরের ক্ষতি হয়েছে। এর আগে রবিবার রাত থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৃষ্টি ও দমকা বাতাস শুরু হয় এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো বিদ্যুত সরবরাহ স্বাভাবিক হয়ে উঠেনি। পানিয় জলের অভাবে অনেক বাড়ি ঘরে রান্না হয়নি। অনেকে দোকান থেকে চিড়ামুড়ি ও রুটি খাবার নিয়ে আসছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পানি উন্নয়ন বোর্ডের বেরি বাঁধ গুলো।অগ্রণী সেচ প্রকল্প ও নারায়ণগঞ্জ -নরসিংদী সেচ প্রকল্প ব্লক – ১ এই ২ টি বেরি বাঁধের ভিতরে ঘর-বাড়িতে হাটু পানি শত শত ,মাছের ঘের, পুকুর ও ফসলী জমির বিশেষ করে পাকা ইরি -বোরো ধানের ব্যাপক ক্ষতি ও পানিতে তলিয়ে গেছে। বিদ্যুত না থাকায় অটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। গত ৩ দিন ধরে বিদ্যুত না থাকায় পানির অভাবে রান্না বান্না ও অজু-গোসল করতে পারছেনা।তারাবো পৌরসভা ও গোলাকান্দাইল ইউনিয়নের রাস্তা-ঘাট তলিয়ে গেছে।মিঠাব, মাছুমাবাদ, বানিয়াদী, হাটাব,, রূপগঞ্জে গাছপালা ভেঙে গেছে। বিদ্যুত না থাকায় পানির পাম্প মেশিন বন্ধ রয়েছে।