“মাধবপুরে মোয়াজ্জিন হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার,

IMG-20230427-WA0004.jpg

মাধবপুর প্রতিনিধি :গত ২২/০৪/২০২৩খ্রি. তারিখ শনিবার ঈদের দিন সকালে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ০৬ নং শাহাজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে উচ্চশব্দে সাউন্ড বক্সে গান বাজানোর ঘটনা নিয়ে দুইপক্ষের সংঘর্ষে মসজিদের মোয়াজ্জিন ভিকটিম ইরফান আলী (৫৮), পিতা-মৃত চান মিয়া গুরুতর আহত হয়। পরে গুরুতর আহত অবস্থায় ভিকটিম ইরফান আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

উক্ত ঘটনায় জনাব এস এম মুরাদ আলি, পুলিশ সুপার, হবিগঞ্জ মহোদয়ের নির্দেশে মাধবপুর থানা পুলিশ কর্তৃক দ্রুত মামলার এজাহারভূক্ত ০১ নং আসামী মোঃ আনোয়ার আলী সহ এজাহারভূক্ত ০৪ জন আসামী গ্রেফতার করা হয়।

অদ্য ২৫-০৪-২০২৩খ্রি তারিখ মঙ্গলবার অত্র জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি মহোদয় হত্যা ঘটনার মূল রহস্য দ্রুত সময়ের মধ্যে উদঘাটন, এজাহার নামীয় বাকী আসামী গ্রেফতার ও মামলার যথাযথ তদন্তের লক্ষ্যে সরজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় পুলিশ সুপার মহোদয় এলাকার লোকজন ও ভিকটিমের আত্মীয় স্বজনদের সাথে কথা বলেন এবং উক্ত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত পূর্বক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব নির্মলেন্দু চক্রবর্তী, সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল), হবিগঞ্জ, জনাব মুহাম্মদ আব্দুর রাজ্জাক, অফিসার ইনচার্জ, মাধবপুর থানা, হবিগঞ্জ সহ ও এলাকার গণ্যমান্য লোকজন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top