শ্রীনগর প্রতিনিধি,মোঃশিপু:-
সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে
শ্রীনগরে ৫৩তম জাতীয় সমবায় দিবস-২০২৪ উদযাপন
উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা হয়েছে। এতে প্রধান
অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো.
মহিন উদ্দিন। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে
উপজেলা সমবায় অফিসার আছিয়া খাতুনের সভাপতিত্বে
ও কৃষি অফিসার মোহসিনা জাহান তোরণের সঞ্চালনায়
অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবু তোহা
মোহাম্মদ শাকিল, শ্রীনগর থানার অফিসার ইনচার্জ
মোহাম্মদ ইয়াসিন মুন্সী, হাঁসাড়া আদর্শ সমবায়
সমিতির সভাপতি মনসুর আলী প্রমুখ। এ সময় উপস্থিত
ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,
বিভিন্ন সমবায় সমিতির সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।