চট্রগ্রাম কক্সবাজার মহসড়কের উত্তর হারবাং এলাকায় ২ টি চেয়ার কোচের মধ্য মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৫জন আহত।

received_595183095762433.jpeg

সুমন কান্তি দাশ, ষ্টাফ রিপোর্টার: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার উত্তর হারবাং দরগা এলাকায় মুখোমুখি চেয়ার কোচের সংঘর্ষে পুরবী গাড়ীর চালক সহ ৫ জন আহত। চট্টগ্রাম মুখী পুরবী পরিবহন ও কক্সবাজার গামী পিকনিকের গাড়ি ইকোনো চেয়ার কোচ এর মধ্য আজ সকাল সোয়া ৮ টায় এ সংঘর্ষ ঘটে।এ-ই সংর্ঘের পর চট্রগ্রাম কক্সবাজার মহাসড়কে যানজটের সৃষ্টি হয়,আহতদের চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্রগ্রান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে,দূর্ঘটনা কবলিত বাস মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে। হাইওয়ে পুলিশ সুত্রে এই খবর নিশ্চিত করা গেছে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top