গাজীপুরে মধ্যরাত থেকেই কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ থাকবে।

received_1462739927584097.jpeg

মোঃ ওমর ফারুক, গাজীপুর:

গাজীপুরের টঙ্গীতে আগামীকাল রবিবার সকালে অনুষ্ঠিত হবে মুসলমানদের দ্বিতীয় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত।
আখেরি মোনাজাতে লাখো মুসলিমদের সমাগম হবে।

সেই কারনে আজ (শনিবার) মধ্যরাত থেকে কয়েকটি সড়কে যান চলাচল বন্ধ থাকবে, বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্লাহ নজরুল ইসলাম।(১৪ জানুয়ারি) শনিবার সকালে শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে পুলিশ কন্ট্রোল রুমে সাংবাদিকদের এসব বলেন জিএমপি কমিশনার মোল্লাহ নজরুল ইসলাম।

তিনি আরও বলেন কামারপাড়া রোড, টঙ্গী থেকে গাজীপুর ভোগরা পর্যন্ত এবং আব্দুল্লাহপুর ব্রিজ থেকে বাইপাইল রোড বন্ধ থাকবে।

এবং আরও বলেন সেক্ষেত্রে এরোডের ঢাকাগামী যাত্রীরা নবীনগর হয়ে গাবতলী এবং গাজীপুর ভোগরা থেকে মিরের বাজার হয়ে ৩০০ ফিট রাস্তা ব্যবহার করবে। এবং একাধিক স্পেশাল ট্রেন চলমান থাকবে। ঢাকা থেকে যারা ইজতেমায় আসতে চায় তারা ট্রেন ব্যবহার করতে পারবে।

তিনি আরো বলেন, এখনও পর্যন্ত আইনশৃঙ্খলা ও পরিস্থিতি সাভাবিক রয়েছে ।

এবং জামাতে আসা দেশ ও বিদেশের মুসলিমদের সুরক্ষায়, সাদা পোশাক ধারীসহ প্রতিটি খিত্তায় আমাদের প্রশাসন দায়িত্ব পালন করছে।

এছাড়াও ইজতেমার ময়দানে প্রতিটি কোনায় কোনায় সিসি ক্যামেরা বসানো হয়েছে।

এবং রুপটপ, ড্রোনসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা সর্বাত্মক সজাগ থাকবে।

তিনি পকেটমার ও ছিনতাইকারীদের বিষয়ে বলেন, ১ম দিনে ১৪ জন সহ শনিবার ১৬ জন ছিনতাইকারীকে আটক করা হয়েছে বলে জানান।

এবং গণমাধ্যম কর্মী কমিশনারের কাছে আখেরি মুনাজাত কে করবেন বিষয়টি জানতে চাইলে তিনি জানান আগামীকাল সকাল ১১ টার মধ্যে আখেরী মোনাজাত করার জন্য অনুরোধ করা হয়েছে। তবে মোনাজাত কে করবেন সেটা মুরব্বিদের সাথে কথা বলে আপনাদের জানিয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top