মো:ফিরোজ,বাউফল প্রতিনিধি:
বাউফল প্রেসক্লাবের ” বীর উত্তম সামসুল আলম তালুকার” ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।
আজ সোমবার সকাল ১০ টার সময় বীর উত্তম মরহুম সামসুল আলম তালুকদারের ছেলে এভিআর গ্রুপের চেয়ারম্যান হাসিবুর রহমান তালুকদার এ ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
ভিত্তি প্রস্তর অনুষ্ঠান শেষে তিনি প্রেসক্লাব ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।
এসময় প্রেসক্লাবে সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
হাসিবুল আলম তালুকদার তার বাবার নামে প্রেসক্লাবের ভবন নির্মাণের উদ্যোগ নেয়ায় সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং প্রেসক্লাবের ভবন নির্মাণে তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছে।
ইতোমধ্যে তিনি প্রেসক্লাবের ভবন নির্মাণের জন্য ১৫ লাখ টাকা অনুদান প্রদান করেছেন। তার এ অনুদান অব্যহত থাকবে বলে তিনি জানিয়েছেন।