স্টাফ রিপোর্টার,মো আলফি হক:-
কুমিল্লার তিতাস উপজেলায় বাতাকান্দি বাজারে বেপরোয়া গতির একতা বাসের ধাক্কায় প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী তানজিনা নিহত।
হোমনা টু কুমিল্লা চলাচল কারী এই বাস,শুরু থেকেই অসংখ্য এক্সিডেন্ট করেছে,,বহুবার সাধারণ জনগণ বিভিন্ন ভাবে এর বেপরোয়া গতি এবং সার্ভিস এর ব্যাপারে প্রতিবাদ করলেও এর কোনো পরিবর্তন হয়নি।
সেই ধারাবাহিকতায় আজ ও রাস্তার পাশে থাকা শিক্ষার্থীকে বেপরোয়া ভাবে ধাক্কা দেয় একতা সার্ভিস এর বাস টি,,
স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের কাছে সাধারণ জনগণ এর একটা সুষ্ঠু বিচার দাবি করছে।