ডেভিড সাহা,স্টাফ রিপোর্টার:-
বিচ্ছিন্নতাবাদীদের সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট( কেএন এফ) এর সাথে গত ৯ নভেম্বর রুমা মুনলাই পাড়া গ্রামে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে প্রথম বৈঠক হলেও আবার দ্বিতীয় বারের মতো ( ৫ মার্চ) রোজ মঙ্গলবার রুমা উপজেলা বেথেল পাড়া গ্রামে সকাল ১০ ঘটিকায় কেক কেটে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু করা হয় দ্বিতীয় দফায় শান্তি প্রতিষ্ঠার বৈঠক।
বৈঠকটি শান্তি প্রতিষ্ঠার সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈহ্লার নেতৃত্বে অনুষ্ঠিয় হয়। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন শান্তি প্রতিষ্ঠার সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এবং শান্তি প্রতিষ্ঠা কমিটির মনিরুল ইসলাম মন,সিঅং খুমী,ও সিংইয়ং ম্রো সহ ১৩ সদস্য বৃন্দ। অন্য দিকে কেএনএফ এর মূখপাএ লাল জংময় বম এর নেতৃত্বে বৈঠকে অংশ নেন ৮ কেএনএফ এর সদস্যবৃন্দ। তাদের মধ্যে সাংগঠনিক সম্পাদক লালসংলম, উপদেষ্টা লালএংলিয়ান, এক্সেকিটিভ মেম্বার পাস্টর ভানলিয়ান,ও তাদের সদস্য বৃন্দ।
উক্ত বৈঠকটিকে ঘিরে রুমা বেথেল পাড়ার আশেপাশে কঠোরভাবে কড়া নিরাপত্তা দিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ,বিজিবি ও গোয়েন্দা সংস্থা সদস্যবৃন্দ এবং কেএনএফ এর সেচ্ছাসেবক আশেপাশে এলাকায় অবস্থান নিতে দেখা গেছে।
বৈঠক শেষে জানা যাই বৈঠকে পাহাড়ের সাধারণ মানুষ, শান্তি প্রতিষ্ঠা ও কে এন এফ দের স্বাভাবিক জিবন কিভাবে ফিরিয়ে আনা যাই এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।