মুন্সীগঞ্জে চিকিৎসাধীন অবস্থায় নারী ডেঙ্গু রোগীর মৃত্যু,হাসপাতাল স্টাফদের স্বজনদের মারধর

Messenger_creation_2677019532506589.jpeg

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাজেরা বেগম নামক এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

৩রা নভেম্বর (রবিবার ) বেলা ১২ টার দিকে ওই রোগীর মৃত্যু হয়। সে মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার পশ্চিমপাড়া গ্রামের মোশারফ হোসেনের স্ত্রী।

এ দিকে রোগীর মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন স্বজনরা। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার অভিযোগ এনে নার্স ও স্টাফদের মারধর করেছে নিহতের স্বজনরা। এতে দুইজন নার্সসহ ৪ জন সামান্য আহত হয়েছে।

নিহতের স্বজনরা অভিযোগ করেন, গতকাল শনিবার বিকালে হাজেরা বেগমকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে তাকে হাসপাতালে ভর্তি রাখার পরামর্শ দেন কর্তৃপক্ষ। কিন্তু হাসপাতালে ভর্তির পর রোগীকে যথাযথ চিকিৎসা দিতে অবহেলা করেছে কর্তৃপক্ষ। হাসপাতালের নার্স ও অন্যান্য স্টাফরা যথাযথ সেবা প্রদান করেনি। এ কারণে রোগীর মৃত্যু হয়েছে।

এ বিষয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবু হেনা মোহাম্মদ জামাল জানান, হাসপাতালে বর্তমানে রোগীর চাপ অনেক বেশি। স্টাফরা তাদের সাধ্যের মধ্যে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করেছেন। তবুও যেহেতু স্বজনদের অভিযোগ রয়েছে এ কারণে ঘটনা তদন্তে হাসপাতালের কার্ডিওলজি কনসালটেন্ট ডা. মাহমুদুল হাসানকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

এছাড়া হাসপাতালের নার্স ও স্টাফদের মারধরের ঘটনায় থানায় লিখিত অভিযোগ করবেন বলেও জানান তিনি।

বর্তমানে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ৩৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি রয়েছে।#

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top