স্টাফ রিপোর্টার:-
বান্দরবানে হেডম্যান কারবারি পরিষদ বোমাং সার্কেলের উদ্যোগে এপেক্স ক্লাব অব সাঙ্গু, এপেক্স ক্লাব অব নীলাচল ও এপেক্স ক্লাব অব বান্দরবানের সহযোগিতায় যৌথ সেবা কার্যক্রম “ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ”রোজ শুক্রবার (২০ ডিসেম্বর) লিরাগইং বাজার, কচ্ছপতলী-রোয়াংছড়ি, বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে।
এপেক্স ক্লাব অফ সাংগুর প্রেসিডেন্ট এপেক্সিয়ান,উ নি হ্লা মার্মার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের পিডিজি-৩ এপেক্সিয়ান মোঃ কামাল পাশা, আলেক্ষং ইউনিয়নের চেয়ারম্যান নীলাচল ক্লাবের সভাপতি (নির্বাচিত ২০২৫) এপেক্সিয়ান বিশ্বনাথ তঞ্চঙ্গা, রোয়াংছড়ি সদরের ইউনিয়নের চেয়ারম্যান এপেক্সিয়ান মে হ্লা অং মার্মা,মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মং ,এপেক্স ক্লাব অব বান্দরবানের প্রেসিডেন্ট এপেক্সিয়ান মোঃমোজাম্মেল হক, বান্দরবান ক্লাবের ২০২৫ বর্ষের নির্বাচিত প্রেসিডেন্ট এপেক্সিয়ান নি নি প্রু, এপেক্স ক্লাব অব নীলাচলের প্রেসিডেন্ট উখিংমে , নীলাচলের পিপি পাইমং মার্মা, নীলাচলের পার্স্ট প্রেসিডেন্ট নীলাধন তঞ্চঙ্গা, সাঙ্গু ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান প্রজ্ঞাসার বড়ুয়া (পাপন).পার্স্ট প্রেসিডেন্ট পুরু কান্তি তঞ্চাঙ্গা প্রমুখ। এপেক্স ক্লাবগুলো সারা বিশ্বব্যাপী কম ভাগ্যবান মানুষের জন্য সেবা কার্যক্রম পরিচালনা করে থাকে বান্দরবনে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও শীতার্ত মানুষের জন্য কম্বল বিতরণের সেবা কার্যক্রমটি নিম্ন আয়ের মানুষের জন্য অনেক উপকার হবে বলে উপস্থিত অতিথিবৃন্দরা মনে করেন।উক্ত ক্লাবের নেতৃবৃন্দ বলেন বান্দরবানের পাহাড়ি এলাকায় ভবিষ্যতে আরো বেশি সেবা কার্যক্রম পরিচালনা করার জন্য আমরা চেষ্টা করে যাবো।