গাইবান্ধার গোবিন্দগঞ্জে পূর্ব শত্রু তার জের ধরে চায়ের দোকান ও খাবারের হোটেল ভাঙচুর লুটপাট করে প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার ক্ষতি সাধন

received_851770966288498.jpeg

মোঃ সোহেল রানা:

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হরিনাথপুর বিষপুকুর নতুন বাজারে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ বেআইনি দলবদ্ধ হয়ে চায়ের দোকান ও খাবারের হোটেলে অতর্কিতভাবে আক্রমণ চালিয়ে প্রাণনাশের চেষ্টা, ভাঙচুর লুটপাট প্রায় এক লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে।

গোবিন্দগঞ্জ থানার অভিযোগ সূত্রে জানা যায় জানা গেছে উপজেলার হরিনাথপুর বিষপুকুর গ্রামের মৃতঃ আব্দুল কুদ্দুসের ছেলে আজম মিয়া উক্ত বাজারে দীর্ঘদিন যাবত সুনামের সহিত একটি চায়ের দোকান ও হোটেল পরিচালনা করে আসছে।

এদিকে পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের রেজাউল,আনোয়ার উভয়ের পিতা- মহসিন আলীসহ অজ্ঞাতনামা ১০-১২ জন এলাকার চিহ্নিত সন্ত্রাসী আজম মিয়ার পরিবারবর্গ কে সুযোগমতো পেলে মারপিট খুন যখন ভয় ভীতি হুমকি প্রদান করিয়া আসছিল।

এমত অবস্থায় গত ২৪ আগস্ট ২০২৩ইং রোজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ ঘটিকার সময় বিবাদীগণ হাতে লাঠি লোহার রড ধারালো ছোড়া হাসুয়া রামদা ইত্যাদি দেশীয় অস্ত্রশস্ত্রের সজ্জিত হয়ে অতর্কিতভাবে আক্রমণ করে আজম মিয়াকে হত্যার চেষ্টা চালালে আজম মিয়া পালিয়ে প্রাণ রক্ষা করে।

এতে করে দলবদ্ধ সন্ত্রাসীরা ক্ষিপ্ত হয়ে আজম মিয়ার চায়ের দোকান ও হোটেল ভাঙচুর, ক্যাশ বাক্স থেকে নগদ অর্থ চুড়ি ও দোকানের আসবাবপত্র কম্পিউটার টেবিল ও টিভি লুটপাট করে নিয়ে যায়। এতে করে আজম মিয়ার প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানা যায়। এদিকে বাদী আজম মিয়া ২৫ আগস্ট ২০২৩ ইং রোজ শুক্রবার রেজাউল, আনোয়ার,রুস্তম আলী,রতন মিয়া ও ফারুক হোসেন সহ ৯ জনকে আসামি করে গোবিন্দগঞ্জ থানায় একটি অভিযোগ দাখিল করেছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থান পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top