এগিয়ে যাচ্চে ” কাদৈর সমাজ কল্যাণ পরিষদ”

received_552022282934940-1.jpeg
এগিয়ে যাক মানবতা হাটি হাটি পা পা করে এগিয়ে যাচ্চে ” কাদৈর সমাজ কল্যাণ পরিষদ” এই সংগঠন টি সবসময় হত দরিদ্র মানুষের পাশে কাজ করে  আসছে।  নিঃস্বার্থভাবে কাজ করে আসছে এই সংগঠনের মোঃ আবু মুছা,মোঃআলমগীর হোসেন, নুরুল ইসলাম তানিম,মোঃরফিকুল ইসলাম, আবু হানিফ, সাদ্দাম হোসেন,শরিফুল ইসলাম, অন্তর আহম্মেদ,জাহিদুল ইসলাম,আর্থিক ভাবে সবচেয়ে বড় অবদান রাখে কাদৈর গ্রামের প্রবাসীরা। সংগঠনের মূল উদ্দেশ্য দারিদ্র্য দুর করণ, ছাত্র-ছাত্রী টাকার অভাবে যেন পড়াশুনা  নষ্ট না  হয়, বেকারত্ব দুর করণ, বিভিন্ন সামাজিক কাজে এগিয়ে আসা যেমন ঈদ গা, কবরস্থান,মাদ্রাসা মসজিদ, মাহফিল ইত্যাদি।  সংগঠনের সবাই মনে করে যে সবাই মিলেমিশে একসাথে কাজ করলে গ্রামে কোন সমস্যাই থাকবে না।
Attachments area

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top