এস এম আবু বকর :-
দোয়ারাবাজার সুনামগঞ্জ (প্রতিনিধি)
সুনামগঞ্জের দোয়ারাবাজার
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক,সাবেক এমপি,সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন,মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে সরকার। এ দেশের ছাত্র সমাজ ও যুবকেরা কখনো ভোট দিতে পারে নাই। অনির্বাচিত একটি সরকার দেশের মানুষের কাঁধে চড়ে বসে সাধারণ মানুষের সকল অধিকার কেড়ে নিয়েছে। ভোট মানুষের অধিকার। এ অধিকার আদায়ে আজ রাজপথে দেশের যুব ও ছাত্র সমাজ। তিনি বলেন, অতি দ্রুত সরকার পদত্যাগ করে নিরপেক্ষ তত্তাবধায়ক সরকারের অধিনে নির্বাচন দিতে হবে। এটা আমাদের ন্যায় সংগত অধিকার।
আগামী ৯ জুলাই সিলেট সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে বিএনপির বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফলের লক্ষে বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুরে দোয়ারাবাজারে লিফলেট বিতরণ,প্রচার মিছিলের পর দলীয় কার্যালয়ের সামনে এক পথসভায় কলিম উদ্দিন আহমেদ মিলন এ সব কথা বলেন।
সাবেক ইউপি চেয়ারম্যান, দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহবায়ক সামসুল হক নমুর সভাপতিত্বে অনুষ্ঠিত পথ সভায় বক্তব্য রাখেন, আলতাফুর রহমান খছরু, হারুন অর রশিদ, হাজী আব্দুল বারী, ফারুক আহমেদ, মাধব রায়,সাহাব উদ্দিন শিহাব ওলিউর রহমান প্রমুখ।
দোয়ারাবাজারে লিফলেট বিতরণ,প্রচার মিছিল ও পথ সভায় উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল ও ছাত্রদলের সকল ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।