মুন্সীগঞ্জে গজারিয়ায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে অবস্থান কর্মসূচি

Messenger_creation_905502638430468.jpeg

মুন্সীগঞ্জ প্রতিনিধি-

মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় অন্যায় ভাবে শ্রমিকদের চাকরিচ্যুত করার অভিযোগে কর্মবিরতি ও বিক্ষোভ করছে দুই শতাধিক শ্রমিক।

২৭ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ৮টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক   সংলগ্ন পুরান বাউশিয়া এলাকায় হাসান রাবার ফ্যাক্টরি নামে একটি কারখানার কাজ বন্ধ রেখে মুল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকদের অভিযোগ, গেলে ২১ অক্টোবর হাসান রাবার ফ্যাক্টরি  সিও’র পদত্যাগ সহ বেতন বৈষম্য নিরসন দাবিতে তারা কর্ম বিরতি আন্দোলন করেন।

পরবর্তীতে মালিক পক্ষের প্রতিনিধি ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে আশ্বাসে তারা আন্দোলন থেকে সরে গিয়ে শান্তিপূর্ণ ভাবে কাজ করে আসছে। কিন্তু হটাৎ করে মালিকপক্ষ আন্দোলনরত শ্রমিকদের তালিকা করে বিভিন্ন কারণে তাদের চাকরিচ্যুত করছেন। এমন কি তাদের সঙ্গে রুঢ় আচরণ করা হচ্ছে বলেও অভিযোগ তাদের।

বিষয়টি নিয়ে কারখানার কর্তৃপক্ষ স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলতে অপরাগত প্রকাশ করেন।

বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনূর আক্তার জানান,সকালে কারখানার কর্তৃপক্ষ  জানিয়েছে ইতিমধ্যে অনেক গুলো নিয়ম ভঙ্গ করেছে শ্রমিকরা।গত কয়েক দিন আগে বিদ্যুৎ ছিল না উপজেলা জুড়ে, ওই সময় গজারিয়ার সকল কারখানার বন্ধ ছিল। তাদের সিস্টেম এরকম কাজ বন্ধ থাকলে পরবর্তীতে তারা এডজাস্ট করে নেবেন। কিন্ত এটা যেন এডজাস্ট না করে এক শ্রমিক উত্তেজিত করেছে অন্য শ্রমিকদের।

তিনি আরো জানান, সে যদি কারখানার নিয়ম ভঙ্গ করে বা জড়িত হয়ে থাকে, তাহলে কারখানার কর্তৃপক্ষ তাকে চাকরিচ্যুত করলে আমাদের বক্তব্য নাই। ঘটনার স্থলে আমার প্রতিনিধি উপস্থিত আছে

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top