সুনামগঞ্জে সাহিত্যের ছোটোকাগজ ‘বাঁশতলা’র কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত

received_965081461247141.jpeg

মোঃ আবু বকর,সুনামগঞ্জ জেলা প্রতিনিধি :

শিল্প-সাহিত্যের ছোটোকাগজ ‘বাঁশতলা’র কবিতা সন্ধ্যায় উঠে এসেছে হাওর-বাওর, নিসর্গের প্রাণ সুনামগঞ্জের সাহিত্য, শিল্প-সংস্কৃতির নানা দিক।

শুক্রবার (১৮ আগষ্ট ২০২৩) সুনামগঞ্জের শহিদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি লাইব্রেরী মিলনায়তনে দৈনিক সুনামকণ্ঠ’র সম্পাদক বিজন সেন রায়’র সভাপতিত্বে ও ‘বাঁশতলা’ সম্পাদক কবি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী’র সঞ্চালনায় এক প্রাণবন্ত কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

কবিতা সন্ধ্যায় কবি-সাহিত্যিকেদের প্রাণবন্ত আড্ডায় এই অঞ্চলের কবিতা, গান, ছোটোকাগজের গুরুত্ব নিয়ে আলোকপাত করা হয়। এছাড়াও সাহিত্যের ছোটোকাগজ বাঁশতলা লিটনম্যাগাজিনের মাধ্যমে সমকালীন সাহিত্য আন্দোলনকে আরও বেশি বেগবান এবং ভিন্ন মেজাজের কবি তৈরিতে সহায়ক ভূমিকা পালন করার আশাবাদ ব্যক্ত করা হয়।

বাঁশতলা’র কবিতা সন্ধ্যায় কবিতা পাঠ এবং আলোচনায় অংশগ্রহণ করেন, কবি ইকবাল কাগজী, কবি জাকির জাফরান, কবি ফিরোজ শাহ, গবেষক সুবাস উদ্দিন, কবি শামস শামীম, কবি অনুপ নারায়নসহ আরও অনেকে।

কবিতায় সন্ধ্যায় উপস্থিত ছিলেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর নাহিদ আক্তার,জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মো. চান মিয়া, প্রথম আলো সুনামগঞ্জ জেলা প্রতিনিধি খলিল রহমান, সাংবাদিক মো. আকরাম, আমিনুল ইসলাম, এসএম আবু বকর প্রমুখ।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top