মোঃ জুয়েল রানা, স্টাফ রিপোর্টারঃ
“ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল”এ স্লোগানকে সামনে রেখে তিতাস উপজেলায় ভূমি সেবা সপ্তাহ-২০২২ পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৩ মে) দুপুরে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে উপজেলা ভূমি দপ্তরের আয়োজনে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গত ১৯ মে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে।
সমাপনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেএম আবু নওশাদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম মোর্শেদ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র, কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, সাতানী ইউপি চেয়ারম্যান সামসুল হক সরকার, উপজেলা সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা ভূমি অফিসসহ বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী।
উক্ত অনুষ্ঠানে ভূমি সেবা সপ্তাহ-২০২২ উপলক্ষে ডিজিটাল পদ্ধতিতে ভূমির বিভিন্ন সেবা বিষয়ে ব্রিফ করা হয়। যেমন ভূমি উন্নয়ন কর, খতিয়ান পর্চা, অনলাইন শুনানী, জল মহালের আবেদন, ভূমি সংক্রান্ত অভিযোগ জানতে, ই-নামজারি, জমির ম্যাপ, ভূমি বিষয়ক পরামর্শ অনলাইনে পাওয়া যাবে।