স্টাফ রিপোর্টার,মোঃ আল আমিন:-
ঢাকা-১৯ আসনের সাভার আশুলিয়ার নির্বাচনী এলাকায় নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি তালুকদার আনোয়ার জং এর কবর জিয়ারত করতে এসে মানুষের ঢল দেখে অবাক হোন সাভার আশুলিয়ার মাটি ও মানুষের প্রিয় নেতা, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক এমপি আলহাজ্ব তালুকদার তৌহিদ জং মুরাদ।
সোমবার (১৮ ডিসেম্বর ২০২৩ইং) বিকেল ৪ টার দিকে আশুলিয়ার টঙ্গাবাড়ি নিজ বাসভবনে আসেন ঢাকা-১৯ আসনের সাবেক এমপি আলহাজ্ব তালুকদার তৌহিদ জং মুরাদ সাহেব, তিনি প্রথমে পিতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মরহুম তালুকদার আনোয়ার জং এর কবর জিয়ারত করে বাবার আত্মার মাগফিরাত কামনা করেন, এরপর উপস্থিত আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ আওয়ামী সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ হাজার হাজার মানুষের সাথে মতবিনিময় করেন এবং সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন, তিনি বলেন, সবার কাছে আমার একটাই প্রশ্ন যে, রানা প্লাজা ধ্বংসে আমার কোনো দোষ ছিলো না, আমি রানা প্লাজা তৈরী করিনি, ভবনটির মালিকও আমি না, এ ব্যাপারে আমাকে দোষারোপ করা অন্যায়, আমাকে নিয়ে যে ষড়যন্ত্র করা হয়েছে, আমি আল্লাহর কাছে বিচার চাই, আমার কোনো অনিয়ম দুর্নীতি নেই, ১০ বছর এমপি ছিলাম না, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আমার আপা আমাকে চুপচাপ থাকতে বলেছেন, তাই আমি চুপচাপ ছিলাম, এখন সময় আসছে তিনি আমাকে যে সুযোগ দিয়েছেন, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আওয়ামী লীগের মনোনয়ন পাইনি তবে স্বতন্ত্র প্রার্থী হয়েছি, আমার মার্কা ঈগল পাখি। তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, আমি আপনাদের প্রিয় মানুষ আনোয়ার জং এর সন্তান, আপনাদের এলাকার ছেলে, লাল মাটির কৃতি সন্তান, আপনারা আমাকে একটি্বার সুযোগ দিন আর আপনাদের ঈগল মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে এলাকার জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা-ঘাট নির্মাণসহ ব্যাপক উন্নয়ন করা হবে ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, আমি আমার সবটুকু দিয়ে আপনাদের ভালোবাসা চাই, আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন, আপনাদের কাছে আমি চিরো কৃতজ্ঞ।
এসময় বক্তব্য দেন আশুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুদ্দিন মাদবর, তিনি বলেন, আমি লাল মাটি এলাকার সন্তান তাই সবকিছু ভুলে গিয়ে আমাদের এলাকার কৃতি সন্তান জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের সহচর বীর মুক্তিযোদ্ধা মরহুম তালুকদার আনোয়ার জং এর ছেলে সাবেক এমপি তালুকদার তৌহিদ জং মুরাদ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল পাখি মার্কা প্রতীক পেয়েছেন, তিনি সবার কাছে ঈগল পাখি মার্কায় ভোট চেয়ে সবার কাছে দোয়া কামনা করছেন। তিনি আরো বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট ৭ জানুয়ারি ২০২৪ইং তারিখ সারাদিন ঈগল পাখি মার্কায় ভোট দিন।
অন্যদিকে মঙ্গলবার ১৯ ডিসেম্বর ২০২৩ইং সকাল ১০টায় এই সাবেক এমপি আলহাজ্ব তালুকদার তৌহিদ জং মুরাদ এর নির্বাচনী অফিস উদ্বোধন করা হবে সাভারের শিমুলতলা।
ঢাকা-আরিচা মহাসড়কের শিমুলতলা এ নির্বাচনী অফিস উদ্বোধন শেষে হাজার হাজার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মটর শোভাযাত্রা সহকারে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজার থেকে রেডিও কলোনি প্রদক্ষিণ করে শিমুলতলায় এসে তার নির্বাচনী কার্যালয়ে প্রবেশ করবেন এই সাবেক এমপি আলহাজ্ব তালুকদার তৌহিদ জং মুরাদ সাহেব। এরপর তিনি অফিস উদ্বোধন শেষে তার নির্বাচনী প্রতীক ঈদুল মার্কার প্রচার প্রচারণা কার্যক্রম শুরু করবেন, এলাকাবাসী ও তার নেতাকর্মীরা অনেকেই অভিমত প্রকাশ করেন যে মুরাদ জং জনপ্রিয় তার শীর্ষে রয়েছেন, তার ঈগল পাখি মার্কা বিজয়ী হবে ইনশাআল্লাহ।