মোঃ পারভেজ হোসেন,স্টাফ রিপোর্টারঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের এক কৃষকের তিনটি বসত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এসময় ঘরে থাকা ৩টি গৃহ পালিত পশুসহ,মূল্যবান আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
বুধবার(১৬ মার্চ)ভোর উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দলদার গ্রামের মৃত ইয়াজউদ্দিন ছেলে কৃষক শাহাবুদ্দিন এর বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এসময় আগুনে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী পরিবার।
ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটতে পারে বলে মনে করছেন তারা,ভুক্তভোগী পরিবার জানান,ভোর সকালের দিকে বসত ঘরে আগুন লাগলে এলাকাবাসী এসে আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করলেও ততক্ষনে ঘরে থাকা সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে সকালে মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগীতা করেন।
ভুক্তভোগী কৃষক শাহাবুদ্দিন বলেন,আগুনে ক্ষতিগ্রস্ত হয়ে নাতি- নাতনি সন্তানসহ আমার পরিবারকে নিয়ে কোথায় থাকবো? এসময় তিনি সকলের সহযোগীতা কামনা করেন।