দিন প্রতিদিন ডেস্ক :
ইংল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত খেলেছেন সাকিব আল হাসান। ব্যাট হাতে তিন ম্যাচে সাকিব সংগ্রহ করেছেন ১৪১ রান, বল হাতে শিকার করেছেন ৬ উইকেট। এজন্য অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে সাকিবের বেড়েছে ১৫ রেটিং পয়েন্ট। ফলে দুইয়ে থাকা মোহাম্মদ নবীর চেয়ে ব্যবধান বাড়িয়েছেন শীর্ষে থাকা সাকিব।
ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে সাকিবের। ৫ ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠে এসেছেন এই বাঁহাতি ব্যাটার। ব্যাটারদের তালিকায় যথারীতি শীর্ষে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। দুইয়ে দক্ষিণ আফ্রিকার রাসি ভন ডার ডুসেন, তিনে ডেভিড ওয়ার্নার। বাংলাদেশ দলপতি তামিম ইকবাল রয়েছেন তালিকার ১৯ নম্বরে। মুশফিকুর রহীমের অবস্থান ২২ -এ।
বোলারদের র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে সাকিব এখন আছেন পাঁচে। বোলারদের তালিকায় শীর্ষে আছেন ভারতের পেসার মোহাম্মদ সিরাজ। দুইয়ে অজি পেসার জশ হ্যাজেলউড, তিনে ট্রেন্ট বোল্ট। চার নম্বরে রয়েছেন মিচেল স্টার্ক।