কুমিল্লার তিতাসে গ্রামীণ ব্যাংকের সংগ্রামী (ভিক্ষুক) সদস্যদের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়

received_904903904288790.jpeg

মোঃ জহিরুল ইসলাম (পাশা) ঃ
গ্রামীণ ব্যাংক কুমিল্লা যোনের হোমনা এরিয়ার অন্তর্গত জগতপুর দঃ তিতাস শাখায়
৮ ই জানুয়ারী রবিবার গ্রামীণ ব্যাংক কতৃপক্ষ তালিকাভুক্ত ১০০ জন সদস্যদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরন করা হয়। প্রচন্ড শৈত্য প্রবাহে হাড় কপানো শীতে ও ঘন কুয়াশার মধ্যে সদস্যগন কম্বল হাতে পেয়ে খুব আনন্দিত হয়েছেন। কম্বল বিতরনের সময় উপস্থিত ছিলেন গ্রামীণ ব্যাংক কুমিল্লা যোনের যোনাল ম্যানেজার ক্ষুদিরাম পাল, যোনাল অডিট অফিসার এস এম আশেকুর রহমান, ও হোমনা এরিয়া ম্যানেজার উত্তম কুমার বসু, এবং জগতপুর (দঃ) তিতাস শাখার শাখা ব্যাবস্থাপক সত্যেন্দ্র নাথ মজুমদার প্রমূখ।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top