চুনারুঘাটে গৃহবধূ হত্যায় স্বামীসহ ৫ জনের মৃত্যুদণ্ড।

received_6791591387596468.jpeg

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,ইমদাদুল ইসলাম:-
আদালত প্রতিবেদকঃ চুনারুঘাটে এক গৃহবধূকে হত্যার ঘটনায় তাঁর স্বামী, শাশুড়ি, ননদ সহ ৫ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিচারক মো. জাহিদুল হক এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, চুনারুঘাট উপজেলার সাদেকপুর গ্রামের হরমুজ আলীর ছেলে নিহতের স্বামী মো. রাসেল মিয়া (২৫), নিহতের ভাসুর মো. কাউছার মিয়া (৩২), শাশুড়ি তাহেরা বেগম (৫০), ননদ হোছনা বেগম (২০) ও তার জা রোজি বেগম (২৭)। তাঁদের মধ্যে কাউছার মিয়া পলাতক রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নারী ও শিশু নির্যাতন দমন আদালত-২ এর বিশেষ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আবুল মনসুর চৌধুরী। রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি জানান, রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। এ রায়ের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন হয়েছে।

নিহতের বাবা মামলার বাদী আব্দুস ছাত্তার বলেন, যৌতুকের জন্য মারপিট করে জামাই, শাশুড়ি, ননদ, ভাসুর মিলে আমার মেয়েকে নির্মমভাবে হত্যা করেছে। আমার মেয়ে ৭ মাসের গর্ভবতী ছিল। আমি রায়ে সন্তুষ্ট। তবে দ্রুত রায় কার্যকর করার দাবি জানান।

মামলার সূত্রে জানা যায়, চুনারুঘাট উপজেলার পঞ্চাশ গ্রামের আব্দুস সাত্তারের মেয়ে তাহেরা খাতুন আয়েশাকে (২০) একই উপজেলার সাদেরপুর গ্রামের হরমুজ আলীর ছেলে রাসেল মিয়ার সাথে ২০১৬ জানুয়ারিতে বিয়ে দেয়া হয়। বিয়ের পর থেকেই তাকে যৌতুকের জন্য নির্যাতন করতে থাকে তাঁর স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন। এক পর্যায়ে একই বছরের ১৫ সেপ্টেম্বর গভীর রাতে তাকে অমানবিক নির্যাতন করা হয়। এতে তিনি গুরুতর আহত হলে তাঁকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় তাঁর বাবা আব্দুস সাত্তার বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় তদন্ত শেষে পুলিশ উল্লেখিত ৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশীট দেয়। এর প্রেক্ষিতে বিচারক ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক উল্লেখিত রায় দেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top