মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,ইমদাদুল ইসলাম:-
হবিগঞ্জের মাধবপুরে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি কামেশ রঞ্জন কর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব আতিকুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট আবু জাহির এমপি।
সম্মানিত অতিথি’র বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি বলেন, আমি ফেরেশতা নই,আমি মানুষ,আমার ভুল থাকা স্বাভাবিক। আমার অতীতের সমস্ত ভুলের জন্য আমাকে ক্ষমা করে দিবেন।তিনি ভবিষ্যতে সব শ্রেণির মানুষ ও দলীয় নেতা কর্মিদের নিয়ে এলাকার উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত করবেন।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ,হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী ,যুগ্ন সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম,সাংগঠনিক সম্পাদক এডভোকেট সুলতান মাহমুদ,সাবেক মেয়র শাহ মোঃ মুসলিম প্রমুখ।