আবুল কালাম, ঢাকাঃ
গতকাল ১৯শে সেপ্টেম্বর বিকাল ৫:৩০ ঘটিকার সময় কদমতলী থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় প্রতিনিধি দলের সাথে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক সোলাইমান, মোস্তাফিজুর রহমান, মোস্তাফিজুর রহমান মিলন এবং আবুল কালাম আজাদ।
সৌজন্য সাক্ষাৎ এ একটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা হয় ও তার ফলপ্রসূ সমাধান হয়।
ভবিষ্যতে যেকোনো কাজের ক্ষেত্রে ট্রাফিক পুলিশ এবং সাংবাদিক একে অপরের সহযোগী হিসেবে কাজ করার জন্য দৃঢ়প্রত্যয় ব্যক্ত করা হয়।
উল্লেখ্য যে, সম্প্রতি ট্রাফিক পুলিশের একজন সদস্য কর্তৃক কদমতলী থানা প্রেসক্লাবের একজন সিনিয়র সাংবাদিককে লাঞ্চিত করার কারণে ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি ট্রাফিক) এর কাছে একটি মৌখিক অভিযোগ করা হয়। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এসি ট্রাফিকের মধ্যস্থতায় কদমতলী থানা প্রেসক্লাবের প্রতিনিধি দলের সাথে আলোচনা সাপেক্ষে উক্ত সমস্যা সমাধান করে অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে।