মু. জিল্লুর রহমান জুয়েল,ষ্টাফ রিপোর্টার :
‘নারী কল্যাণ সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ পতিপাদ্যের আলোকে পটুয়াখালীর গলাচিপা উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর গলাচিপাম,পটুয়াখালী’র আয়োজনে ইসলামিক রিলিফ সহযোগীতায় ১০ ডিসেম্বর উপজেলা কমপ্লেক্স ভবনে মোঙ্গলবার বেলা সারে দশ টার সময় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ বেগম রোকেয়া দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে নির্বাহী অফিসার মিজানুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়ীতা দের সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্টিত হয়।
উল্লেখ্য, বেগম রোকেয়া দিবস বাংলাদেশে সরকারিভাবে পালিত একটি জাতীয় দিবস। বাঙালি লেখক, শিক্ষাবিদ, বাংলাদেশে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার অবদানকে স্মরণ করে তার জন্ম ও মৃত্যুদিন, ৯ ডিসেম্বর, “রোকেয়া দিবস” হিসেবে পালন করা হলেও, ডিসেম্বর মাস জুরে সরকারের উদ্যোগে বাংলাদেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে দিবসটি উদ্যাপন করা হয়। এই দিন বাংলাদেশ সরকার বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা নারীদের বেগম রোকেয়া পদক প্রদান করে।
এবছর বিভিন্ন ক্যাটাগরিতে উপজেলার এর মধ্যে আমখলা ইউনিয়নে মরিয়ম বেগম কে চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জন, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি মু খালি হোসেন মিল্টন এর স্ত্রী লাকি মাহমুদ কে সফল জননী, গলাচিপা পৌর সভার আসমা বেগম’কে অর্থনৈতিকভাবে সাফল্য অর্জন করায় এবং নির্যাতনের বিভীষিকা মুছেঁ ফেলে আত্মনির্ভর হয়ে নতুন জীবন শুরু করায় সদর ইউনিয়নের আখিনুর বেগম সহ মোট চার জনকে বেগম রোকেয়া ‘জয়ীতা ‘সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন, গলাচিপা দশমিনার দ্বায়ীত্বে থাকা সেনা ক্যাম্পে এর মেজর মঈদ, থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ আসাদুর রহমান, উপজেলা কৃষি অফিসার আরজু আক্তার, প্রাণী সম্পদ কার্মকর্তা ডা: সজল দাস, উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ সিদ্দিকুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ডাঃ মোঃ জাকির হোসেন ইসলামি শাসনতন্ত্র আন্দলোনে সভাপতি মাওলানা আবুবকর সিদ্দিক,গনঅধিকার পরিষদের আহবায়ক মোঃ হাফিজুর রহমান খান, সমাজ সেবা (ভারপ্রাপ্ত) কার্মকর্তা সাঈফুল ইসলাম সাইয়ুম প্রমূখ।
‘নোঙর’ বাংলাদেশ গলাচিপা শাখার সদস্য সচিব নদী ও পরিবেশ প্রেমি সাংবাদিক মু. জিল্লুর রহমান জুয়েল, নোঙর’ গলাচিপার সাংগঠনিক সম্পাদক ও সাংবাদিক শিশির রঞ্জন হাওলাদার সহ উপজেলার কর্মরত বিভিন্ন গণমাধ্যম বৃন্দরা বেগম রোকেয়া দিবসে সন্মাননা ভূশীত নারী জয়ীতাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
অঅনুষ্ঠানে স্বগত বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের গলাচিপা উপজেলার কার্মকর্তা শিরিন সুলতানা। সার্বিক সঞ্চালনায় ছিলেন উপজেলা তথ্য আপা ইসমত আরা।