অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো ভারতকে হারিয়ে । যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজিজুল হাকিম তামিমের দলের এই সাফল্যে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছেন । জাতীয় ক্রীড়া পরিষদের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
বাংলাদেশ গত বছর প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছিল। এবার ফাইনালে টাইগাররা ভারতকে হারিয়েছে ৫৯ রানে। ক্রিকেটাররা টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জেতায় পাচ্ছেন বড় অঙ্কের পুরস্কার।
এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল ওমানে যুব হকি এশিয়া কাপে পঞ্চম হয়েছে। তাতেই প্রথমবারের মতো যুব হকি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে। যুব ও ক্রীড়া উপদেষ্টা যুব ও হকি দলের এই সাফল্যে ২০ লাখ টাকা আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছিলেন।