নরসিংদী প্রতিনিধি:-
নরসিংদী মনোহরদীর প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জরাজীর্ণ ভবনের মধ্যে অন্যতম হলো ৩ নং চকতাতারদী প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়টি ২ ফেব্রুয়ারি ১৯১৯ সালে স্থাপিত হয় তারপর ১৯৯৪সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত পূর্ণ নির্মাণ করা হয়। পুনঃনির্মাণের কিছু দিন পর থেকে প্রাথমিক বিদ্যালয়ের ছাদটি ফেটে যায় এবং ভিতরের শ্রেণিকক্ষের দেয়ালের মধ্যে ফাটলের সৃষ্টি হয় বর্তমানে শিক্ষার্থীরা ও নিরাপদ ভাবে এখানে ক্লাস করতেছে। প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক গণমাধ্যমকে জানান বিদ্যালয়টিতে তারা অনিরাপদ ভাবে জীবনের শংখ্যা নিয়ে বিদ্যালয়ের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এমতা অবস্থায় তারা নতুন ভবন নির্মাণের জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ অত্যন্ত জরুরী।