ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে পূবালী ব্যাংক লিমিটেড রানীগঞ্জ উপ-শাখার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা।
রোববার (১১জুন) দুপুর ১২টায় তিনি উপজেলার রানীগঞ্জ বাজারের তিন ভাই টিভিএস শোরুম মার্কেটে এ উপ-শাখার উদ্বোধন করেন।
উদ্বোধনের পূর্বে পূবালী ব্যাংক লিমিটেড রংপুর অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. সাজিদুর রহমানের সভাপতিত্বে ও রংপুর আঞ্চলিক কার্যালয়ের প্রিন্সিপাল অফিসার মো. আজহার-উল-আলমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রানীগঞ্জ উপ-শাখার ব্যবস্থাপক মো. আরিফুর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসিল্যান্ড মো. মাহমুদুল হাসান, সিংড়া ইউপি চেয়ারম্যান মো. সাজ্জাত হোসেন, জহুরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্যা আল কাফী লিটন, রিক এরিয়া ম্যানেজার শেখ আরিফুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মো. আনিছুর রহমান ও আবু তাহের প্রমুখ।