ফরিদ চিশতী :-
দুইবার এ সংসদ সদস্য, একবারে দুর্যোগ ও ত্রাণ প্রতি মন্ত্রি ডা: এনামুর রহমান এমপি সৎ ও একজন ভালো মানুষ।পাশে আছে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মন্জুর আলম রাজিব। বনাম দুইবারে সাবেক সংসদ সদস্য তৌহিদ জং মুরাদ দক্ষ সিংহ পুরুষ ও শ্রমিক বান্ধব। পাশে আছে গুনি রাজনৈতিকবীদ, আশুলিয়া থানা আওয়ামিলীগ এর সহ সভাপতি অধ্যাপক আবদুল কাদের দেওয়ান। বনাম ধামসোনা স্বনির্ভর ইউনিয়ন এর দক্ষ চেয়ারম্যান, মেহনতী মানুষের বন্ধু জনাব সাইফুল ইসলাম , পাশে আছে রাজপথের লরাকু ইয়ারপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান শামীম আহমেদ সুমন ভূইয়া। ভোট একটি, ভোটার রা ভাবছেন এক পদের প্রার্থী তিনজন, কাকে রেখে কাকে ভোট দিবো! ভোটারদের সিদ্ধান্ত হবে ভোট পর্যবেক্ষণের পর ভোটের মাঠে। অন্য প্রার্থীদের তেমন কোনো গুনজন শোনা যাচ্ছে না।সাভার আশুলিয়া জামাত বি এন পির একটি ভোট ব্যাংক আছে, যে ভোট ব্যাংক থেকে ভোট খোয়াতে পারবে সেই হবে আগামী সংসদ সদস্য। এই লক্ষে কাজ করে যাচ্ছে সকল প্রার্থী ও নেতৃবৃন্দ কর্মী গন। এরই পর্যবেক্ষনে মাঠে আছে দুইশতাধিকেরও বেশি সাংবাদিকগন। ধারাবাহিক ভাবে নিউজগুলো করা হবে। চোখ রাখুন, দেখতে থাকুন আমাদের নিউজ।