দায়িত্ব পালন করতে গিয়ে ডাকাতের হাতে খুন হলেন চৌকিদার-!

received_673961231538299.jpeg

মোঃ নুর নবী চৌধুরী (সম্রাট),নোয়াখালী প্রতিনিধি”:-

বাজারের চৌকিদার কে হত্যা করে কোটি কোটি টাকার স্বর্ন অলংকার ডাকাতির ঘটনা ঘটে
নোয়াখালী জেলার কবিরহাট উপজেলার চাপরাশির হাট পশ্চিম বাজারে। গতকাল রাতে দুর্ধর্ষ ডাকাতি করে মা-মনি জুয়েলার্স নামের ২টা স্বর্নের দোকানের সবকিছু লুট করে নিয়ে যায়।
ডাকাত দল বাজারে দায়িত্বরত সকল চৌকিদার কে বিভিন্ন জায়গায় বেঁধে ফেলে।

তাদের মধ্যে শহিদ মিয়া নামের একজন চৌকিদারকে ঘটনাস্থলে মৃত অবস্থায় পাওয়া যায়।
ধারণা করা হচ্ছে ডাকাত দল ঐ চৌকিদার কে খুন করে ফেলে রেখে মালামাল নিয়ে পালিয়ে যায়।

এই সময় ঘটনার স্থালে ইউনিয়ন চেয়ারম্যান ও কবিরহাট থানা পুলিশ কর্মকতারা এসে ঘটে যাওয়া সকল বিষয় নিয়ে তদন্ত করছে।

ইতিপূর্বে-বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি-র পক্ষে তার ছোট ভাই বসুরহাট পৌরসভার বারবার নির্বাচিত মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদের (মির্জা) ঘটনাস্থলে এসে নিহত পাহারাদার শহীদ মিয়ার পরিবারকে ৫০.০০০ টাকা এবং লুট হওয়া দোকান মালিককে ৩০০.০০০ টাকা ওবায়দুল কাদের এমপি-র পক্ষ থেকে টাকা অনুদান প্রদান করা হয়।

সুস্থ তদন্তের মাধ্যমে যারা এই হত্যার সাথে ডাকাতির সাথে জড়িত তাদের সকলকে গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে দোকান মালিক সহ স্থানীয় জনগণ।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top