মোঃজাহাঙ্গীর শিকদারঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় তিন্নি আক্তার (২০)
নামে এক প্রসূতিকে ভুল চিকিৎসা দেয়ায় জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে সিজারের কিছুদিন পর থেকেই পেটে মারাত্মক যন্ত্রণা নিয়ে ঢাকা বারডেম হাসপাতালে
আই সি ইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এই রোগী গত মঙ্গলবার সকালে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন প্রসূতির দুলা ভাই
ইসমাইল মেম্বার প্রসূতির স্বামী
নয়ন জানান, গত ৩০আগস্ট
বিকেলে সাড়ে ৩ টার সময়
উপজেলার হাবিবপুরে সোনারগাঁ সেন্ট্রাল হাসপাতালে
ডাক্তার শিউলি সরকারের মাধ্যমে সিজার করানো হয়
সিজারের পরে ২সেপ্টেম্বর
বাচ্চা সহ রোগীকে রিলিজ দিয়ে
বাসায় প্রেরণ করেন ৪ দিন পর
রোগীকে আবার ওই হাসপাতালেই অপারেশনের করানো হয় সেলাই কেটে ওয়াশ
করে বাসায় পাঠিয়ে দেন ডাক্তার শিউলি সরকার গত ১১তারিখ হঠাৎ করে রাতে
রোগীর খিচুনি উঠে ১২টার দিকেঐ হাসপাতলে নিয়ে গেলে
সিকিউরিটির নার্সদের মাধ্যমে
ডাক্তার শিউলি সরকার কে
খবর দেয়া হয়
কোন দিশা না পেয়ে সিকিউরিটির মাধ্যমে ঠিকানা নিয়ে গাড়ি ভাড়া
করে আমার দুলাভাই ইসমাইল মেম্বার ডাক্তার শিউলি সরকারকে নিয়ে আসতে যান
তাতেও তিনি সাড়া দেননি নিরুপায় হয়ে রাত ২টার দিকে
ঢাকার বার্ডেম হাসপাতালে ভর্তি
করানো হয়।
প্রসূতির দুলাভাই ইসমাইল মেম্বার জানান ডাক্তার শিউলি সরকারের ভুল চিকিৎসায় আজ
আমার শ্যালকের স্ত্রী বার্ডেম
হাসপাতালের আই সি ইউ তে মৃত্যুর শয্যায় পাঞ্জা লরছে প্রতিদিনপ্রায় ৭০ হাজার টাকা
খরচ হচ্ছে।