হবিগঞ্জ মাধবপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে ইউএনওর মতবিনিময়।

received_458627847269223.jpeg

স্টাফ রিপোর্টার:-

হবিগঞ্জের মাধবপুরে নব যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
অদ্য ২৬ নভেম্বর (মঙ্গলবার) সন্ধ্যায় মাধবপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার জাহিদ বিন কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সঞ্চালনা করেন
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইমদাদক হক মিলন

আলোচনা সভায় মাধবপুর উপজেলাকে মাদকসহ সর্বপ্রকার অন্যায় অনিয়ম থেকে মুক্ত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়।

এ সময় ছাত্ররা মতবিনিময় সভায় মাধবপুর কে একটি সুন্দর ও যুগোপযোগী উপজেলা হিসেবে গড়ে তোলার জন্য ইউএনওর কামনা করেন।

উপজেলা নির্বাহী অফিসার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের গঠনমূলক ও যৌক্তিক দাবি সমূহ অত্যন্ত মনোযোগ সহকারে শুনেন এবং সাধ্যমত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন ।

এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আর এইচ মাসুম,
সিরাজুল ইসলাম তানজিল, মেহেদী হাসান, জামিল, জুয়েল, ইমন, প্রমুখ।

এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের পক্ষ থেকে নবনিযুক্ত ইউনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

মতবিনিময় সভায় সকলকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে সম্প্রীতির বন্ধন বজায় রাখার জন্য আহ্বান জানানো হয়

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top