আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে দ্বিতীয় দিনের মতো শ্রমিকদের নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ

রিপোর্টার, মোঃ মাজেদুল ইসলাম:-

ঢাকার আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে টানা ২য় দিনের মতো নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন দুটি কারখানার শ্রমিকেরা। আজ বুধবার সকালে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) পুরোনো অংশের মূল ফটকে অবস্থান নিয়ে বিভিন্ন কারখানার শ্রমিকদের ভেতরে ঢুকতে দেননি তাঁরা। বিক্ষোভ-অবরোধের কারণে আজ দুপুর পর্যন্ত সড়কটির দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ ছাড়া সমস্যার সমাধানে ডিইপিজেডের ভেতরে আন্দোলনরত শ্রমিকদের প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিক্ষোভকারী শ্রমিকেরা বলেন, চার বছর আগে শ্রমিকদের বেতন বকেয়া রেখে ডিইপিজেড এলাকায় বন্ধ হয়ে ‍যায় ‘লেনী ফ্যাশনস’ ও ‘লেনী অ্যাপারেলস’ নামের দুই কারখানা। কারখানা দুটির শ্রমিকদের বকেয়া পরিশোধের জন্য ইতিমধ্যে একটি কারখানা বিক্রি করে দেয় বেপজা। সেই অর্থ ব্যাংকে জমা থাকলেও শ্রমিকদের বকেয়া এখনো পরিশোধ করা হয়নি। বকেয়া বেতনের দাবিতে ওই দুই কারখানার শ্রমিকেরা গতকাল মঙ্গলবার সকাল থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের ডিইপিজেডের সামনের অংশ অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরে রাত ৯টার দিকে মহাসড়ক ছেড়ে তাঁরা ডিইপিজেডের ফটকে অবস্থান নেন। সেখানে গতকাল সারা রাত অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা। পরে আজ সকালে তাঁদের সঙ্গে আরও শ্রমিক যোগ দিয়ে ডিইপিজেডের মূল ফটকসংলগ্ন মহাসড়কেও অবস্থান নেন। সকালে পুরোনো ডিইপিজেডের বিভিন্ন কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিতে ফটকের সামনে গেলে তাঁদের বাধা দেন বিক্ষোভকারী শ্রমিকেরা। পরে কারখানায় ঢুকতে না পেরে শ্রমিকেরা ফিরে যান।

আন্দোলনকারী নারী শ্রমিক শামসুন নাহার বলেন, ‘বেপজা আমাগো পরিশ্রমের পাওনা ট্যাকা দিতাছে না। সবাইরে শুধু তারিখ দেয়। কিন্তু কোনো নুটিস দেয় না, ট্যাকাও দেয় না। ৩০ নভেম্বর দেওনের কথা ছিল, এখন উল্টাপাল্টা বলতেছে। বলতাছে ট্যাকা দিবে না।’ লেনি অ্যাপারেলসে ১১ বছর চাকরি করার দাবি করে ফিরোজ আহম্মেদ নামের এক ব্যক্তি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত টাকা না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। কেউ ইপিজেডে ঢুকতে পারবে না।

এসব ব্যাপারে বেপজার নির্বাহী পরিচালক (জনসংযোগ) আনোয়ার পারভেজ বলেন, কারখানা বিক্রির পদ্ধতি, আইনি প্রক্রিয়া এবং বকেয়া পরিশোধের পদ্ধতির বিষয়টি তাঁদের জানানো হচ্ছে। তাঁদের আশ্বস্ত করা হচ্ছে, যখনই লেনী ফ্যাশন কারখানাটি বিক্রি করা সম্ভব হবে, দ্রুত সময়ের মধ্যে তাঁদের পাওনা পরিশোধ করা হবে।

এদিকে আজ সকালে ডিইপিজেডের পুরোনো অংশের বিভিন্ন কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিতে এসে বিক্ষোভকারী শ্রমিকদের বাধায় ফিরে গেছেন। তবে নতুন ইপিজেডের শ্রমিকেরা কাজ করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, গতকাল থেকে পুরোনো ডিইপিজেডের সামনে শ্রমিকেরা বিক্ষোভ করায় তাঁদের আজ সকাল ছয়টায় কারখানায় যেতে বলা হয়েছিল। ছয়টার দিকে গেটের সামনে যাওয়ার পর আন্দোলনকারীরা ভেতরে ঢুকতে দেননি, তাই বাসায় চলে গেছেন।

নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করায় যানবাহনগুলো বিকল্প সড়ক ব্যবহার করে চলাচল করছে বলে জানিয়েছেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আলম। তিনি বলেন, শ্রমিকেরা ডিইপিজেডের সামনে মহাসড়ক অবরোধ করে রাখায় ওই সড়ক ব্যবহারকারী যানবাহনগুলো নবীনগর থেকে ধামরাই-ঢুলিভিটা হয়ে কালিয়াকৈরের দিকে যাচ্ছে। অপর পাশ থেকে আসা পরিবহনগুলো চন্দ্রা থেকে ওয়ালটনের সামনে দিয়ে ধামরাই-ঢুলিভিটা হয়ে ঢাকার দিকে যাচ্ছে।

এ ব্যাপারে বৈঠকের মাধ্যমে সমাধান আসতে পারে বলে জানিয়েছেন আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১–এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম। তিনি বলেন, ‘ডিইপিজেড কর্তৃপক্ষ শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন। আশা করছি, বৈঠকের মধ্য দিয়ে সমস্যা সমাধানে উপায় বের হয়ে আসবে। আমরাও শ্রমিকদের বোঝানোর চেষ্টা অব্যাহত রেখেছি।

শ্রমিকদের যেকোনো যৌক্তিক দাবির বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা। তাঁরা বলছেন, দ্রুত পদক্ষেপ না নেওয়া হলে ভুক্তভোগী শ্রমিকদের ব্যবহার করে বর্তমান সময়ের প্রেক্ষাপটে যে কেউ উদ্দেশ্যমূলকভাবে এ খাতকে অস্থিতিশীল করে তুলতে পারে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top