বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর জেলা রুকন সম্মেলন অনুষ্ঠিত।

1000116253.jpg

মো:আব্দুল হামিদ,গাজীপুর।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান। তিনি বলেন, আমাদের এই প্রিয় দেশে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা ও মানুষের মৌলিক অধিকার সুরক্ষিত হলে প্রতিটি নাগরিক মর্যাদাবান নাগরিক হিসেবে পরিচয় দিতে সুস্থ বোধ করবেন। আপনারা দেশে প্রবাশে নিবাসে যারাই আছেন তারা একজন গর্বিত বাংলাদেশী হিসেবে যেন নিজের পরিচয় সানন্ধে প্রকাশ করতে পারেন। শুক্রবার সকালে গাজীপুর মহানগরীর সাগর সৈকত কনভেনশন হলসেন্টার জেলা জামায়াতের রুকন সম্মেলনে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

সম্মেলনে প্রধান অতিথি বলেন, আমরা কৃতজ্ঞতা জানাই সারা দেশবাসীর প্রতি এবং বাংলাদেশের নাগরিক হিসেবে বিশ্বের যে যেখানে আছেন, এই যুদ্ধে সমান তালে দেশে-প্রবাশে জুলুমের বিরুদ্ধে যুদ্ধ করেছেন তাদের আমরা মোবারক বাদ জানাই।

এসময় তিনি বলেন, প্রবাসীরা লাঞ্ছিত ও অধিকার বঞ্চিত ছিলেন। এজন্য জুলাইয়ের আন্দোলন শুরু হওয়ার পর আমরা লক্ষ্য করেছি তারা রেমিট্যান্স যোদ্ধা হিসেবে স্বৈরশাসকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ছিলো। আর এজন্য সৈরশাসকের ভীত কেঁপে উঠেছিল থরথর করে। আর তখন সৈরশাসকের পক্ষ হতে হাত জোর করে তাদের কাছে মিনতি করে চাওয়া হয়েছে দেশের জন্য রেমিটেন্স পাঠান। কিন্তু ধোঁকাবাজদের কথায় তাঁরা মোটেও বিচলিত হননি। তাঁরা তাঁদের সিদ্ধান্তেই অটল ছিলেন বারংবার। আবার জালিমের পতন হওয়ার সাথে সাথেই তাদের হাতে ধরে রাখা অর্থ দেশের উন্নয়ন ও প্রয়োজনের জন্য পাঠিয়ে দিয়েছেন। আমরা তাদের মোবারকবাদ জানাই।

গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দিন, নায়েবে আমীর খায়রুল হাসান, সেক্রেটারী আবু সাইদ ফারুক, জেলা সেক্রেটারী মো: সফি উদ্দিন, জেলা নায়েবে আমীর আবদুল হাকিম, জেলা নায়েবে আমির মাওলানা সেফাউল হক, জেলা সহকারী সেক্রেটারী আনিসুর রহমান বিশ্বাস,জেলা প্রচার সম্পাদক অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খান, জেলা অফিস সম্পাদক মোহাম্মদ আলী। সম্মেলনে জেলার ৫টি উপজেলার সদস্য (রুকন) উপস্থিত ছিলেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top