মোঃ সোহেল রানা :-
বিএনপি জামাতের অবরোধের তৃতীয় দিনে আওয়ামী লীগ শান্তি মিছিল করেছে। বৃহস্পতিবার ২ নভেম্বর সকালে আশুলিয়ার নরসিংপুর ও জামগড়া ফ্যান্টাসি কিংডম এলাকায় আওয়ামী লীগ শান্তি মিছিল করে। ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মুজিবুর রহমান সাহেদ ও ইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা মোঃ মোশারফ হোসেন মুসার নেতৃত্বে বিএনপি জামাতের ডাকা অবরোধের বিরুদ্ধে এই শান্তি মিছিল হয়। মিছিল শেষে মোল্লা মোঃ মোশারফ হোসেন মুসা বলেন,শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বের বুকে বাংলাদেশ আজ মাথা উচু করে দাড়িয়েছে। এটা বিএনপি জামাতের সহ্য হয় না। তাই তারা হিংসায় জ্বলে পুড়ে মরছে। এজন্য তারা দেশের ক্ষতি করে হলেও সরকারের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। তার ধারা বাহিকতায় বিএনপি ২৮ অক্টোবর সমাবেশের নামে নৈরাজ্য ও নারকীয় সন্ত্রাস করেছে। এতেও ক্ষ্যান্ত না হয়ে সারা দেশে ৩ দিনের অবরোধ দেয়। পক্ষান্তরে বিএনপি জামাত যেন দেশে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি করতে না পারে। সে জন্য ইয়ারপুর আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছা সেবক লীগ ও ছাত্রলীগ একত্রে শান্তি মিছিল করেন। এসময় উপস্থিত ছি, আশুলিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি লিয়াকত আলী দেওয়ান, সাভার উপজেলা আওয়ামী লীগের নেতা কর্মীরা সহ শতশত নেতা কর্মী।