চকরিয়ায় আইনজীবি সাইফুল ইসলাম আলিফের গায়েবানা জানাযার নামাজ অনুষ্ঠিত।

received_562078686604714.jpeg

মোহাম্মদ মিনার উদ্দিন আলী,চকরিয়া-পেকুয়া প্রতিনিধি:-

চট্রগ্রামে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের হাতে নিহত এডভোকেট শহীদ সাইফুল ইসলাম আলিফের নৃশংস হত্যা কান্ড পুরো দেশবাসীকে অস্তিত্বিশীল করে তুলেছে। হত্যার পর থেকে সারাদেশে চলছে বিক্ষোভ মিছিল সমাবেশ সহ নানান কর্মসূচি। বুধবার (২৭নভেম্বর) নিহত সাইফুল ইসলাম আলিফের নিজবাড়ি চট্টগ্রাম চুনতিতে জানাযার নামাজ অনুষ্ঠিত হয় একইভাবে বুধবার বিকাল ৪টায় চকরিয়া উপজেলা সাস্থ্য কমপ্লেক্স চত্বরে গায়েবানা জানাযা নামাজের আয়োজন করেন চকরিয়ার সর্বস্তরের মুসলিম উম্মাহ অনুষ্ঠিত গায়েবানা জানাযা নামাযের ইমামতি করেন চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী। তিনি গায়েবানা জানাযা শেষে শহীদের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণসহ সকল প্রকার ষড়যন্ত্র থেকে মুক্তি কামনা করে বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন
বিশাল জানাযা পূর্ব সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী, চকরিয়া পৌরসভা বিএনপি নেতা এম. আলী আকবর, চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুল মজিদ, তরুণ সমাজসেবক ৭নং ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মাওলানা হাফেজ এহসানুল হকসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।

এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আইন পেশার লোকজনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top