দেওয়াল ভেঙ্গে পথচারীর মৃত্যু।

received_1578074206348580.jpeg

ক্রাইম রিপোর্টার- তানভীর:-
অদ‍্য ১১/০৫/২০২৪ রাত ২২:৩০ ঘটিকার সময় ডেমরা থানাধীন কোনাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ রোডের জোবায়দা বেগম, স্বামী- মুজিবুর রহমান, হোল্ডিং নং-২৬৭/২, পাড়া ডগাইর নতুনপাড়া, কেন্দ্রীয় জামে মসজিদ রোড, ওয়ার্ড নং-৬৪, থানা- ডেমরা এর নিজস্ব জায়গায় ডেভলপার দিয়া বিল্ডিং নির্মাণের কাজ শুরু করে ভেকু দিয়ে দেওয়াল ভেঙ্গে সরানোর সময় পথচারী- আবু শাহারিয়ার টুটুল (৫৫ )পিতা- মৃত মকবুল আহমদ হোল্ডিং নং-৩০২/৩৮ শাহজালাল রোড,থানা- ডেমরা, ঢাকা,ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। ভেকু ড্রাইভার পলাতক আছে।
ডেমরা থানা পুলিশ ঘটনার সম্পর্কে অবহিত আছে।
আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top