শ্রীনগর প্রতিনিধি,মোঃ (শিপু):-
মা ইলিশ রক্ষা পেলে, বারো মাস ইলিশ মিলে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জের শ্রীনগরে মা ইলিশ রক্ষায় জনসচেতনতামূলক সভা হয়েছে।
সোমবার দুপুরের দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন পরিষদ
প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য
রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিন উদ্দিন। সিনিয়র
উপজেলা মৎস্য অফিসার সমীর কুমার বসাকের সভাপতিত্বে
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন র্যাব-১০ (ভাগ্যকুল ক্যাম্প) অফিসার
মো. মইনুল ইসলাম, ভাগ্যকুল ইউপি চেয়ারম্যান কাজী মনোয়ার
হোসেন শাহাদাৎ, বাঘড়া ইউপি চেয়ারম্যান আবু আল নাসের
তানজিল প্রমুখ। এ সময় বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য ও
জেলে সমিতির সদস্যগণ উপস্থিত ছিলেন। জানা গেছে,
আগামী ১৩ অক্টোবর মধ্যরাত থেকে ০৩ নভেম্বর ২০২৪ খ্রী: নদীতে
ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ। সরকার ঘোষিত এই ২২ দিন ইলিশের
প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৪
চলমান থাকবে। নিষেধাজ্ঞা থাকাকালীন সময় নদীতে ইলিশ ধরা,
কেনাবেচা, আহরণ, বহন ও মজুদ দন্ডনীয় অপরাধ। ১৩ অক্টোবর
প্রথম প্রহর থেকে মা ইলিশ রক্ষায় পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে
অভিযান শুরু হবে।