কলাপাড়ায় স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নিরাপদ খাদ্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

received_788595069461291.jpeg

মোঃ শহিদুল ইসলাম পটুয়াখালী জেলা প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় স্মার্ট বাংলাদেশ বিনির্মানে নিরাপদ খাদ্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় খাদ্য মন্ত্রনালয়ের অধিনে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের আয়োজনে কলাপাড়া উপজেলা পরিষদ হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম রাকিবুল আহসান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ নিরাপদ খাদ্য’র উপ-পরিচালক মো. মুনতাসির হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা পারভীন সীমা প্রমুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার অচ্যুতানন্দ দাস, পৌর কাউন্সিলর মো. মাহবুবুর আলম, মনোয়ারা বেগম, উম্মে তামিমা বিথী, কলাপাড়া থানা প্রতিনিধি এস.আই বাবলু শরীফ, সাংবাদিক মো. হুমায়ুন কবির, মেজবাহ উদ্দিন মান্নু, মো. নাসির উদ্দিন বিপ্লব, জহিরুল ইসলাম মিরন, মো. রাসেল মোল্লা, মো. ওমর ফারুক ও এস.এম আলমগীর হোসেন। এছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা নিরাপদ খাদ্য নিশ্চিত করন বিষয়ে বিশদ আলোচনা করেন। এবিষয়ে যার যার অবস্থান থেকে সকলকে সর্বাত্মক সচেতনতার সহিত কাজ করার আহ্বান জানানো হয়।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top