মোঃ রমজান আলী, উপজেলা প্রতিনিধি :
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।
বুধবার (২২শে জুন) সকাল ১১টার দিকে পৌরসভা কার্যালয়ে পৌর মেয়রের অনুপস্থিতিতে প্যানেল মেয়র শেখ সোহেল আরমান এর সভাপতিত্বে ও নির্বাহী প্রকৌশলী মামুনার রশিদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মোবাইলের মাধ্যমে সকলের মাঝে প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন অত্র পৌরসভার মেয়র সহিদুজ্জামান সেলিম।
এ সময় বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র (২)ও ৩নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন, পৌর কাউন্সিলর আব্দুল মাজেদ, বিশিষ্ট সাংবাদিক কামাল হাওলাদার প্রমুখ।
এসময় পৌরসভার সচিব মিঠু আহমেদ,মহিলা প্যানেল মেয়র শারমিন আক্তার সাথী, পৌর কাউন্সিলর আব্দুল মাজেদ, খাইরুল ইসলাম, সুব্রত চক্রবর্তী, রকিব উদ্দিন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর গাজী তানজিমা, রত্মা পারভিন সহ পৌরসভার সকল দপ্তরের কর্মকর্তারা ও স্থানীয় সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রস্তাবিত বাজেটে আগামী ২০২২-২০২৩ অর্থবছরে ৭৮ কোটি ৯৩ লক্ষ ৫ হাজার ৩৪৫ টাকা সম্ভাব্য আয় ধরা হয় এবং সমপরিমাণ ব্যায় নির্ধারণ করা হয়।