মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি,ইমদাদুল ইসলাম :-
০১-১২-২০২৩খ্রি. শুক্রবার হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন পুটিজুরি তদন্ত কেন্দ্রে কর্মরত কনস্টেবল/১৫০ দুলাল বিশ্বাস এর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হবিগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব এস এম মুরাদ আলি মহোদয়ের সভাপতিত্বে নানা আয়োজনের মধ্য দিয়ে কনস্টেবল/দুলাল বিশ্বাস-কে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় বিদায়ী অতিথি এমন সুন্দর আয়োজনের জন্য মাননীয় পুলিশ সুপার মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিদায় বেলায় সহকর্মীদের আন্তরিকতায় আবেগ আপ্লূত হয়ে পড়েন বিদায়ী সদস্য।
আনুষ্ঠানিকতা শেষে পুলিশ সুপার মহোদয়ের উপস্থিতিতে জেলা পুলিশের একটি সুসজ্জিত ডাবল কেবিন গাড়ী যোগে কনস্টেবল/দুলাল বিশ্বাস এর বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।
এছাড়াও জনাব হাসিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), হবিগঞ্জ, জনাব মোঃ শামসুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), হবিগঞ্জ, জনাব মোহাম্মদ খলিলুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), হবিগঞ্জ, কনস্টেবল/দুলাল বিশ্বাস এর পরিবারবর্গসহ জেলা পুলিশে কর্মরত বিভিন্ন পদবীর কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।