ডাসারে কিশোর গ্যাংয়ের তিন সদস্য আটক

received_425788892937528.jpeg

মোঃ হেমায়েত হোসেন খান, মাদারীপুর প্রতিনিধি :
মাদারীপুরের ডাসারে ছিনতাই কালে কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে ডাসার থানার টহল পুলিশ।
গতকাল বুধবার রাত আনুঃ১০,৩০ মিনিটে ঢাকা-বরিশাল মহাসড়কের পাথুরিয়াপাড় বাজার সংলগ্ন মেলকাই নামক স্থানে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়,মাদারীপুরের ডাসার উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়ক হাইওয়ে রাস্তার পাথুরিয়াপাড় বাজার সংলগ্ন মেলকাই নামক স্থানে এ্যাংকার সিমেন্ট বোঝাই ট্রাকের চাকা পানচার হলে,ট্রাক ড্রাইভার পানচারকৃত চাকা মেরামত করার সময়,কিশোর গ্যাংয়ের তিন সদস্য দুইটি ফোল্ডিং গিয়ার চাকু দিয়ে ভয় দেখিয়ে ২০০০/ দুই হাজার টাকা ট্রাক ড্রাইভারের কাছ থেকে ছিনতাই করে পালিয়ে যাওয়ার চেস্টা করে।তখন ট্রাক ড্রাইভার ও হেলপার ছিনতাইকারী বলে চিৎকার করলে,পাশে থাকা ডাসার থানার রাত্রকালীন টহল পুলিশ তাৎক্ষনিক ঘটনা স্থানে গিয়ে স্থানীয় জনসাধারনের সহযোগীতায়,কুমিল্লা জেলার লাঙ্গলকোট থানার পাটোয়ার উত্তর পাড় গ্রামের মোসলেহ উদ্দিন চৌধুরীর ছেলে মোঃ শরফুদ্দিন চৌধুরী(১৭),নোয়াপাড়া গ্রামের মোস্তফা কামালের ছেলে মোঃ সুজন হোসেন(মুনজুর)(১৪)ও নোয়াখালী জেলার কম্পানিগঞ্জ থানার মুসাপুর গ্রামের এনায়েত উল্লার ছেলে মোঃ সৈকত হোসেন(১৬)সহ তিন চিনতাই কারীকে আটক করেন। সেই সময় তাদের কাছ থেকে দুইটি ফোল্ডিং গিয়ার চাকু ও দুই হাজার নগদ টাকা উদ্ধার করেন।
এ ব্যাপারে ডাসার থানার অফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান বলেন,গতকাল রাতে টহল পুলিশ ও স্থানীয় জনসাধারনের সহযোগীতায় ছিনতাই করার সময় কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top