ভারতকে হারালো টঙ্গীবাড়ীর মারুফ

Messenger_creation_980561600764861.jpeg

আব্দুল কাদির খান,স্টাফ রিপোর্টার:-

রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই বাংলাদেশ ও ভারতের মাঝে অনেকটা উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে ক্রিকেট মাঠে ভারতের বিপক্ষে যে কোনো ম্যাচই বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করে।

যুব এশিয়া কাপ ক্রিকেটে আবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। রবিবার (৮ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে ৮ বারের শিরোপাধারী ভারত অনুর্ধ্ব-১৯ দলকে ৫৯ রানে হারিয়ে এই গৌরব অর্জন করেছে বাংলাদেশের যুবারা। এদিন পঞ্চম ওভারে ক্রিকেটের নতুন বিস্ময় বালক বৈভব সূর্যবংশীকে ফিরিয়ে ভারতকে বড় ধাক্কাই দেন বাঁহাতি পেসার মারুফ মৃধা। ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ায় প্রশংসায় ভাসছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল।

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাচগাঁও এলাকার কৃষক আকবর মৃধা ও মর্জিনা বেগম দম্পতির তিন পুত্রসন্তানের মধ্যে মারুফ মৃধা সবার ছোট হলেও ক্রিকেটে ভারতকে বড় ধাক্কা দিয়ে বাংলাদেশের হাতে যুব এশিয়া কাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন ট্রফি এনে দিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন বাঁহাতি পেসার মারুফ মৃধা।

ভারতকে ধাক্কা দিয়ে এ জয় ছিনিয়ে আনায় মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ীর অনিক শেখ সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন লিখেন, তুমি শুধু টঙ্গিবাড়ি/মুন্সিগঞ্জ কিংবা বাংলাদেশ নয়, এশিয়ার গর্ব।

ভারতে হারিয়ে বাংলাদেশের এ বিজয়ে মারুফ মৃধার গ্রামের বাড়িতে চলছে আনন্দ উল্লাস।

Share this post

PinIt

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top