মো: রাসেল, স্টাফ রিপোর্টার:-
লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার মান্দারী, বহুমুখী উচ্চ বিদ্যালয় বার্ষিক
ক্রীড়া সাংস্কৃতিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে।
সোমবার (১২ই ফেব্রুয়ারি) সকাল ১১ ঘটিকার সময়
মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে। উৎসাহ
উদ্দীপনার মধ্য দিয়ে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং
কমিটির সভাপতি আলহাজ্ব মিজানুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ৩ আসনের সংসদ সদস্য ও লক্ষ্মীপুর জেলা
আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু, বিশেষ
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌতম চন্দ্র মিত্র জেলা শিক্ষা অফিসার লক্ষ্মীপুর, আল আমিন খন্দকার ক্রিড়া অফিসার, আবু তালেব সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,
মলয় কুমার ব্যানার্জি প্রতিষ্ঠাতা সদস্য মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়, এডভোকেট মাহাবুবুল করিম টিপু, দাতা সদস্য মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়, আলমগীর হোসেন অভিভাবক সদস্য, মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়, মিজানুর রহমান মিলু অভিভাবক সদস্য মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয় সহ আরো বিশিষ্ট রাজনৈতিক
ব্যক্তিবর্গ।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে মিয়া মোহাম্মদ গোলাম ফারুক পিংকু বলেন, আমি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। যেখানে যে সম্মান পাওয়ার যোগ্য তাকে সেখানে সম্মান দিতে হবে। মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিনের সার্বিক সঞ্চালনায় আরো
বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মিজানুর রহিম প্রধান অতিথি উদ্দেশ্য করে বলেন আপনি সব সময় মান্দারী বহুমুখী উচ্চ বিদ্যালয় দিকে হাত বাড়িয়ে দিবেন সহযোগিতা করবেন এই প্রত্যাশা আপনার কাছে রাখলাম ।
বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মাহবুবুল করিম টিপু বলেন প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ করে বলেন মাননীয় প্রধান অতিথি আপনি জাতীয় সংসদে রহমত খালি খালের বিষয়ে কথা বলেছেন আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। অ্যাডভোকেট মাহবুবুল করিম টিপু আরো বলেন আপনার
কাছে দাবি জানাচ্ছি মান্দারী অঞ্চলে গ্যাস লাইনে ব্যবস্থা করার জন্য আপনার চেষ্টা অব্যাহত রাখবেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় এই অনুষ্ঠান। মান্দারী উচ্চ বিদ্যালয়ের স্কাউটের৷ মনমুগ্ধকর কুচকাওয়াজ, সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শেষ করা হয়।